খ্যাং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বসবাসকারী কুকি-চীন ভাষাভাষী জনগোষ্ঠীর নাম। তাদের ভাষা দক্ষিণ কুকি-চীন গোষ্ঠীর অন্তর্গত। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের খ্যাংদের জনসংখ্যা হলো ২,৩৪৩ জন। তারা রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানায় এবং তৎপার্শ্ববর্তী বান্দরবান পার্বত্য জেলার চাম্বিসহ কয়েকটি মৌজায় বসবাস করে। ধর্মের দিক থেকে এরা বৌদ্ধ। বার্মার আরাকানে খ্যাংদের অনেক লোক বসবাস করে। তাদের সেখানে চীন (Chin) নামে উল্লেখ করা হয়। বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একমাত্র খ্যাংদের গোত্রগুলির মধ্যে টোটেমিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন মিনচ-সং (বিড়াল গোত্র), সূংচ-সং (বানর গোত্র), ইউ সং (ইঁদুর গোত্র) ইত্যাদি।
আরাকানীয় ইতিহাসসূত্র থেকে খ্যাংদের সম্পর্কে সামান্যই জানা যায়। ১৭৩৭ সালে উত্তর আরাকানে খ্যাং জাতিসত্তার লোকজন বিভিন্ন গ্রামে হামলা শুরু করলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, তখন তাদের অধিকাংশ আরাকানে চলে যায় ও সেখানে বসতি স্থাপন করে।
আরাকানীয় ইতিহাসসূত্র থেকে খ্যাংদের সম্পর্কে সামান্যই জানা যায়। ১৭৩৭ সালে উত্তর আরাকানে খ্যাং জাতিসত্তার লোকজন বিভিন্ন গ্রামে হামলা শুরু করলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, তখন তাদের অধিকাংশ আরাকানে চলে যায় ও সেখানে বসতি স্থাপন করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া