সাউথইস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৫ সালের ১২ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় এবং একই বছরের ২৫ মে ৫০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ১০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে (২০১১) ব্যাংকটির মোট শাখার সংখ্যা ৬৫। ১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের ওপর ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা এবং নীতিকৌশল অনুমোদনের কর্তৃত্ব ন্যস্ত। ব্যবস্থাপনা পরিচালক এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
আমানত গ্রহণ, ঋণ দান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্প অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাউথইস্ট ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে এবং এজন্য বিশ্বের প্রায় ৫০টি দেশের ১৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
আমানত গ্রহণ, ঋণ দান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্প অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাউথইস্ট ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে এবং এজন্য বিশ্বের প্রায় ৫০টি দেশের ১৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
[মোহাম্মদ আবদুল মজিদ - বাংলাপিডিয়া]