স্পোকেন ইংলিশ লেকচার - ২৪ | Spoken English Lecture - 24

Formula 208
যদি হ্যাঁ বোধক বাক্যের দু’টি অংশ থাকে এবং উভয় অংশের subject ভিন্ন হলেও যদি অবশিষ্ট অংশ ভিন্ন না হয়, তবে subject দু’টিকে not only ........... but also দ্বারা যুক্ত করতে হয়।
লিজাও দুষ্ট, সালমাও দুষ্ট। ---- Not only Liza but also Salma is wicked.

Formula 209
না বোধক বাক্যের উভয় অংশের subject দু’টি ভিন্ন হলে এবং বাকি অংশ অভিন্ন হলে কিংবা subject দু’টি অভিন্ন হয়ে verb দু’টি ভিন্ন হলে subject দু’টিকে neither ............ nor দ্বারা যুক্ত করতে হয়।
নাসিমাও ভাত খাবে না, ফাতেমাও ভাত খাবে না। ---- Neither Nasima nor Fatema will eat rice.
সে খেলবেও না, পড়বেও না। ---- He will neither play nor read.
আমিও যাব না আমার ভাইও যাবে না। ---- Neither my brother nor I shall go.
তারা বইও কিনে নি, খাতাও কিনে নি। ----  They bought neither books nor khatas.

Formula 210
অথবা/হ্যাঁ/না কথার ইংরেজি করার জন্য Either ............ or ব্যবহার করা হয়।
রহিম অথবা করিম আসবে। ---- Either Rahim or Karim will come.
সে লিখবে না হয় পড়বে। ---- He will either write or read.

Formula 211
একটি হ্যাঁ বোধক ও একটি না বোধক বাক্যকে যুক্ত করার জন্য Not ........... but ব্যবহার করতে হয়।
রহিম আসবে, করিম আসবে না। ---- Not Karim but Ramim will come.
আমি তোমাকে চিনি না, তোমার পিতাকে চিনি। ---- I know not you but your father.

Formula 212
বাংলা বাক্যে ‘এত যে’ কথা থাকলে তার ইংরেজি So ......... that বসে।
সে এত দূর্বল যে হাঁটতে পারে না। ---- He is so weak that he can't walk.
সে এত অহংকারী যে আমার সাথে কথা বলে না। ---- He is so proud that he does not talk to me.

Formula 213
‘আশায়’ বা ‘যেন’ কথার ইংরেজি করার জন্য So that বসবে।
আমি চাকুরির আশায় ঢাকায় গিয়েছিলাম। ---- I went to Dhaka so that I could get a job.
সে কঠোর পরিশ্রম করেছিল যেন প্রথম বিভাগে পাস করতে পারে। ----  He worked hard so that he could pass in the first division.

Formula 214
একটি কাজের ভয় বা আশংকা এড়াবার জন্য অন্য একটি কাজ করা বুঝালে ঐ বাক্যের ইংরেজি করার সময় Lest ........ should ব্যবহার করা যাবে।
শাস্তির ভয়ে ছাত্রটি স্কুলে আসে নি। ---- The student did not come to school lest he should be punished.
পাছে সে বইটি হারিয়ে ফেলে সে ভয়ে আমি তাকে দিইনি। ---- I did not give him the book lest he should lose it.

Formula 215
Noun-এর পূর্বে What ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়ে থাকে।
What a fine place it is!
What a sad news I heard!

Formula 216
Adjective-এর পূর্বে How ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়ে থাকে।
How beautiful the flower is!
How tall the man is!

Formula 217
আনন্দের কথা বুঝালে Hurrah! ব্যবহার করে Exclamatory Sentence গঠন করতে হয়।
Hurrah! You have got a job.
Hurrah! We have won the game.

Formula 218
দুঃখের কথা বুঝালে Alas! ব্যবহার করে Exclamatory Sentence গঠন করতে হয়।
Alas! The man is dead.
Alas! He has lost everything.