স্পোকেন ইংলিশ লেকচার - ২৩ | Spoken English Lecture - 23

Formula 196
বর্তমানকালে যে ক্রিয়ার সঙ্গে পূর্বে কথা থাকলে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর present tense ব্যবহার করতে হয়।
আমি স্কুলে যাবার পূর্বে সে এখানে আসে। ---- He comes here before I go to school.
আমি ঘুমাবার পূর্বে মা এক গ্লাস দুধ দেন। ---- Mothers gives me a glass of milk before I go to sleep.

Formula 197
অতীতকালে যে ক্রিয়ার সঙ্গে পূর্বে কথা থাকলে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense ব্যবহার করতে হয়। এবং ‘এ ছিল’ (ইয়েছিল) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had বসে এবং verb-এর past participle ব্যবহার করতে হয়।
সাদিয়া আসার পূর্বে সাজিদ এসেছিল। ---- Sadia had come before Sajid came.
সে স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন চলে গেল। ---- The train had left before he reached the station.

Formula 198
ভবিষ্যতকালে যে ক্রিয়ার সঙ্গে পূর্বে কথা থাকে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর present tense ব্যবহার করতে হয়।
লিজা আসবার পূর্বে নজরুল আসবে ---- Nazrul will come before Liza comes.
আমি চট্টগ্রাম যাবার পূর্বে ঢাকা যাব। ---- I shall go to Dhaka before I go to Chittagong.

Formula 199
বর্তমানকালে যে ক্রিয়ার সঙ্গে ‘পর’ কথা থাকে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has বসে এবং সঙ্গে verb-এর past participle form ব্যবহার করতে হয়।
সে ভাত খাবার পর এক কাপ চা খায়। ---- He takes a cup of tea after he has eaten rice.
খেলা শেষ করার পর আমরা বাড়ি ফিরি। ---- We return home after we have finished our game.

Formula 200
অতীতকালে যে ক্রিয়ার সঙ্গে ‘পর’ কথা থাকে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য had বসে এবং সঙ্গে verb-এর past participle ব্যবহার করতে হয়।
রোগী মরার পর ডাক্তার এসেছিল। ---- The doctor came after the patient had died.
আমি বাড়ি পৌঁছার পর ‍বৃষ্টি শুরু হয়েছিল। ---- The rain started after I had reached home.

Formula 201
ভবিষ্যতকালে যে ক্রিয়ার সঙ্গে ‘পর’ কথা থাকে, সে ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর present tense ব্যবহার করতে হয়।
সে পড়ার পর লিখবে। ---- He will write after he reads.
সে আসার পর আমি ভাত খাব। ---- I shall eat rice after he comes.

Formula 202
‘পূর্বে/পর’ কথা দ্বারা যুক্ত বাক্যে যদি উভয় অংশের কর্ত (subject) একই ব্যক্তিকে বুঝায় তাহলে যে ক্রিয়ার সঙ্গে ‘পূর্বে/পর’ কথা থাকে সে ক্রিয়ার ইংরেজি করার জন্য verb + ing ব্যবহার করতে হয়। এটা যে কোন কালের (বর্তমান, অতীত, ভবিষ্যত) বেলায় প্রযোজ্য।
সে ভাত খাবার পূর্বে স্কুলে গিয়েছিল। ---- He went to school before eating rice.
সে ভাত খাবার পর স্কুলে যাবে। ---- He will go to school after eating rice.

Formula 203
ক্রিয়ার সঙ্গে ‘সময়’ ব্যবহার করলে তার ইংরেজি করার জন্য while বসে এবং সঙ্গে verb + ing ব্যবহার করতে হয়।
বাড়ি যাবার সময় ----  While going home
মিটিং-এ ভাষণ দেবার সময় ---- While addressing the meeting

Formula 204
একই বাক্যে দু’ব্যক্তির দু’টি কাজ করা বুঝালে সেটার উভয় অংশে subject + verb ব্যবহার করতে হবে।
স্কুলে যাবার সময় একটি কুকুর তাকে কামড় দিয়েছিল। ---- While he was going to school a dog bit him.

Formula 205
‘লে’ (ইলে) যুক্ত ক্রিয়া বা ‘যদি’ দ্বারা বাক্য যুক্ত করলে ইংরেজি If বসবে। If দিয়ে গঠিত অংশে Present tense ব্যবহার করা হলে অপর অংশে Present tense বা Future tense বসবে।
পড়লেই জানতে পারবে। ---- If you read, you will learn.
তুমি চেষ্টা করলে পাশ করতে পারবে। ---- If you tried, you would pass.

Formula 206
ক্রিয়ার সঙ্গে ‘মাত্র’ বা ‘সাথে সাথে’ কথা থাকলে তার ইংরেজি as soon as বসবে।
সে আমাকে দেখা মাত্র পালিয়ে গেল। ---- As soon as he saw me, he ran away.
সে বইটি কেনা মাত্র হারিয়ে ফেলল। ---- As soon as he bought the book, he lost it.

Formula 207
বাংলায় যেতে না যেতে, খেতে না খেতে, দেখতে না দেখতে, বলতে না বলতে, শুনতে না শুনতে ইত্যাদি ব্যবহার করে দু’টি বাক্য যুক্ত করা হলে তার ইংরেজি No sooner .......... than বসবে।
সে আসতে না আসতে চলে গেল। ---- No sooner had he come than he went away.