স্পোকেন ইংলিশ লেকচার - ২২ | Spoken English Lecture - 22

Formula 185
‘র’ যুক্ত ব্যক্তির পূর্বে ‘যে’ কথা থাকলে ‘যে’ কথার ইংরেজি whose বা who ব্যবহার করতে হবে।
যে মহিলার দু’টি বাড়ি আছে। ---- The lady who has two houses.
যে লোকটির এক চোখ অন্ধ ছিল। ---- The man whose one eye was blind.

Formula 186
বস্তু, প্রাণী বা স্থানের নামের পূর্বে ‘যে’ কথার ইংরেজি which বসবে।
যে বিড়ালটি........ ---- The cat which.........
যে মাঠটি .......... ---- The field which............

Formula 187
‘র’ যুক্ত বস্তু বা প্রাণীর পূর্বে ‘যে’ কথার ইংরেজি which বা of which বসবে।
যে গাছের পাতা নেই। ---- The tree which has no leaf.
যে গাছের পাতাগুলো লম্বা। ---- The tree of which the leaves are long.

Formula 188
‘যে’ যুক্ত ব্যক্তি, বস্তু বা প্রাণীর Subject + verb থাকলে whom/which-এর ব্যবহার উহ্য রাখা যায়।
যে বইটা তুমি পড়নি। ---- The book which you did not read.
যে লোকটিকে আমি ঢাকা পাঠিয়েছিলাম। ---- The man whom I sent to Dhaka.

Formula 189
বাংলা ভাষায় যে, যে উহা, যারা-তারা ইত্যাদি ব্যবহার করে বাক্য গঠন করা হয়ে থাকে। এরূপ বাক্য ইংরেজি করার সময় সে, ইহা, তারা, তাকে ইত্যাদি কথাগুলো উহ্য রাখতে হবে।
যে লোকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। ---- The man who came here is my friend.

Formula 190
যে তাকে, যে উহা, যাকে, যে তার ইত্যাদি ব্যবহার করে বাক্য গঠন করা হলে এবং বাক্যের দ্বিতীয় অংশে কর্তা থাকলে ইংরেজি করার সময় দ্বিতীয় অংশটি প্রথম লিখতে হয় এবং তাকে, তার, উহা ইত্যাদি কথাগুলো উহ্য রাখতে হবে।
যে লোকটি এখানে এসেছিল, আমি তাকে চিনি। ---- I know the man, who came here.
তুমি যাকে চেনো না, তাকে আমি চিনি। ---- I know the person whom you do not know.

Formula 191
যে বাক্যে ‘যা ............ তা’ কথা থাকে, সেই বাক্যের ইংরেজি করার সময় ‘তা’ কথা উহ্য রাখতে হবে। ‘যা’ কথার ইংরেজি what ব্যবহার করতে হবে।
সে যা লিখছে তা ভুল। ---- What he has written is wrong.
তুমি যা বল, তা সত্যি নয়। ---- What you say is not true.

Formula 192
‘যা ....... তা’ দ্বারা গঠিত বাক্যে দ্বিতীয় অংশৈ কর্তা থাকলে ঐ অংশটি প্রথমে লিখতে হবে।
তুমি যা চাও, তা তুমি পাবে না। ---- You will not get what you want.
সে আমাকে যা দিয়েছিল, তা আমি গ্রহণ করি নি। ---- I did not accept what he give me.

Formula 193
কারো কোন ক্ষতি বা ধ্বংস হবার জন্য অভিশাপ দেয়া বুঝালে Woe to ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়ে থাকে।
Woe to the liars!
Woe to the cruel people!

Formula 194
Imperative Sentence-এর বেলায় What clause-টি পরে ব্যবহার করতে হয়।
আকবর সম্বন্ধে যা জান লেখ। ---- Write what you know about Akbar.
যা করতে চাও কর। ---- Do what you want to do.

Formula 195
প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক অংশটি প্রথমে লিখতে হয়। প্রশ্নবোধক বাক্যে Subject থাকলে ‘তা’ কথাটি উহ্য রাখতে হয়। আর Subject না থাকলে ‘তা’ কথাটি Subject হিসেবে ব্যবহার করতে হয়।
সে যা বলেছে, তুমি কি তা শুনেছ? ---- Have you heard what he has said?
সে যা বলে তা কি সত্য? ---- Is it true what he says?