মকর রাশির জাতক-জাতিকার ২০১৮ সালটি কেমন যেতে পারে

মকর রাশি (Caprico) - [ ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি ]


শাসক গ্রহ : শনি।
শুভ সংখ্যা : ৮।
বৈশিষ্ট্য : মৃত্তিকা।
রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ।
রত্ন : ইন্দ্রনীলা, এমিথিস্ট, রক্ত প্রবাল, গোমেদ।
ধাতু : লোহা, সীসা।
শুভ দিন : শনিবার।
সঙ্গী/সঙ্গিনী : বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক।
প্রতীক : যাজক, পাহাড়ি ছাগল, প্রশাসক।
মৃণ্ময় বৈশিষ্ট্য : অধ্যবসায়ী, উচ্চাকাঙ্ক্ষী, কূটনীতিক, সংরক্ষনপ্রিয়।
ব্যক্তিত্ব : বাস্তববাদী, সন্দেহপ্রবণ, রাগী, কূটনীতিক, সংযত চরিত্র, সুচতুর, গোঁড়া, দৃঢ়প্রতিজ্ঞ, নীতিপ্রবণ।
বিখ্যাত ব্যক্তি : আইজাক নিউটন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, এডগার এলান পো, মোহাম্মদ আলী, জোয়ান অব আর্ক, শওকত ওসমান, স্টিফেন হকিং, আবদুল্লাহ আল মুতী, শিল্পাচার্য জয়নুল আবেদীন, জিয়াউর রহমান, মির্জা গালিব, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

আপনি যখন মকর


মকররা দায়িত্ব এবং কর্তব্যবোধ মেনে চলতে শিখেছে আর হতাশাকেও সহ্য করে থাকতে জানে। কিছু কিছু মকরের মধ্যে নিজের উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখার ব্যাপারে অসতর্কতা দেখা যেতে পারে। এদেরকে শীর্ষপদে অভিষিক্ত না করা হলে কাজ করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। তখন সে জেদি মকর হয়ে ওঠে। সে চায় যে, মইয়ের সবচেয়ে উপরের তাকটাতেই সে দাঁড়াবে! কেননা সেখানে দাঁড়ানোর যোগ্যতা কেবল তারই আছে। শনি-শাসিত মকরের মাঝে একটা বিষণ্নতা লক্ষ করা যায়। এদের মাঝে একটা ক্ষীণ আভাস আর গাম্ভীর্যের সমন্বয় লক্ষ করা যায়। তাদের কেউই শনির প্রভাব থেকে মুক্ত নয়। এ কারণে তাদের মধ্যে খুবই নিয়মানুবর্তিতা এবং আত্ম-অস্বীকৃতির প্রবণতা লক্ষ করা যায়। তারা অবিরত অপমান, চাপ ও হতাশার বোঝা হজম করে চলে। মকররা তাদের খাড়া এবং সুন্দর আকৃতির নাকটাকে অন্যের ব্যাপারে গলায় না। সাধারণত তারা নিজেদের ব্যাপারেই নিমগ্ন থাকতে বেশি পছন্দ করে। তারা হয়তো যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতে যাবে না, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে কোনো পরামর্শ শুনতে চান তাহলে তারা তাদের পরামর্শ দিতে মোটেও দ্বিধা করবে না। মকরের সবচেয়ে বড় গুণ তারা আন্দাজে কোনো কাজ করে না বা করতে চায় না। সুনির্দিষ্ট ফল চায়, কোনো কাজে নামার আগে সুচিন্তিতভাবে সে কাজের পরিণাম যাচাই করে তবেই নামে। যেসব জায়গায় নিজের যোগ্যতাবলে উপরে ওঠার সুযোগ আছে এদের টার্গেট সেসব জায়গায় প্রবেশ করা। বস হিসেবে এরা দারুণ সফল। মকর জাতক ও জাতিকাদের অধিকাংশেরই ত্বক হয় খুব সংবেদনশীল। স্নায়ুবিক চাপের দরুণ সৃষ্ট ফুটি ফুটি, অ্যালার্জি, চামড়া ওঠা এবং ত্বকের রুক্ষতা, ঘামের অস্বাভাবিকতা, অ্যাকনি এবং বড় লোমকূপের সমস্যায় তাদের ভুগতে হতে পারে। শরীরের সঙ্গে মানানসই নয় এমন খাবার গ্রহণে এবং মানসিক চাপের ফলে তাদের পরিপাকে সমস্যা দেখা দিতে পারে। তারা গভীর চিন্তাশীল মানুষ। কাজের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তারা আগেভাগেই বুঝে ফেলতে পারে। শিক্ষা ও জ্ঞানের প্রতি মকরের আকর্ষণ দুর্নিবার।

কেমন যাবে ২০১৮ বিশেষজ্ঞের চোখে


২০১৮ সাল এমন একটা বছর যেখানে আপনি জীবনের গভীরতা সম্পর্কে বুঝতে পারবেন। একদিকে আপনার ব্যয় যেমন বৃদ্ধি পাবে এবং আপনি অনুভব করবেন আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। অপর দিকে, আপনি স্বাস্থ্য নিয়েও সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু, কিছু বিদেশী যোগাযোগের মাধ্যমে আপনার আয় বৃদ্ধি পাবে। ২০১৮ সালের বৈদিক জ্যোতিষ অনুসারে, আপনার মধ্যে আধ্যাত্মিকতার প্রবণতা বাড়বে এবং কিছু সময়ের জন্য পার্থিব জগত থেকে দূরত্ব আপনি অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে কর্তৃত্ব লাভ করবেন, কিন্তু যেকোনো ধরণের ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার কাজের দায়িত্ব এবং সম্মান বৃদ্ধি পাবে এবং একটি গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প হাতে আসবে। শিক্ষার্থীদের অবস্থা ভালো থাকবে এবং শিক্ষা ও নতুন জিনিস শেখার দিকে ঝোঁক বাড়বে। আপনাকে বড়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের থেকে বিশেষ সাহায্য পেতে পারেন বিশেষ করে মার্চ ও মে মাসের মধ্যে। পারিবারিক জীবন খুশিতে ভরে উঠবে এবং সম্পর্কে উষ্ণতা বাড়বে। বৈবাহিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সংঘটিত হতে পারে যা আপনার এড়িয়ে যাওয়া উচিৎ। অক্টোবরের পর, আপনার বিবাহিত জীবন উন্নত হবে এবং আপনি ভালো ব্যক্তিগত জীবন উপভোগ করবেন। সবমিলিয়ে, এই বছর আপনি উন্নতি করবেন এবং দুর্বলতাকে দূর করে এগিয়ে যাবেন।