স্পোকেন ইংলিশ লেকচার - ১৯ | Spoken English Lecture - 19

Formula 150
ক্রিয়ার পর ‘যেতে পারে’ কথার ইংরেজি may be বসে এবং verb-এর past participle হয়।
আজ চাঁদ দেখা যেতে পারে। ---- The moon may be seen today.
লোকটিকে শাস্তি দেয়া যেতে পারে। ---- The man may be punished.

Formula 151
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যে may বসে।
তুমি দীর্ঘজীবি হও। ---- May you live long.
জীবনে তোমার উন্নতি হোক। ---- May you prosper in life.

Formula 152
ক্রিয়ার পর ‘থাকতে পারে’ কথার ইংরেজি করার জন্য may have বসে এবং verb-এর past participle হয়।
সে তোমাকে দেখে থাকতে পারে। ---- He may have seen you.
সে কাজটি করে থাকতে পারে। ---- He may have done the work.

Formula 153
মূল বাক্যটি ‘হ্যাঁ-বোধক’ হলে Tag ‘না-বোধক’ প্রশ্ন হয়
এটা তোমার কলম, তাই না? ---- It is your pen, isn't it?
সে তোমর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই না? ---- He was your close friend, wasn't he?

Formula 154
মূল বাক্যটি ‘না-বোধক’ হলে Tag ‘হ্যাঁ-বোধক’ প্রশ্ন হয়।
অন্ধরা দেখতে পায় না, পায় কি? ---- The blind can not see, can they?
সে তোমাকে ভালোবাসে না, বাসে কি? ---- She does not love you, does she?

Formula 155
‘কি’ (কী) প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেয়া না যায় তাহলে ‘কি’ প্রশ্নের ইংরেজি What ব্যবহার করতে হবে।
তুমি কী করছো? ---- What are you doing?
গ্রীন হাইজ বলতে কী বুঝ? ---- What do you understand by green house?

Formula 156
‘কী’ প্রশ্নবোধক বাক্যে Subject না থাকলে What-কে Subject হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে Verb-এর Interrogative form ব্যবহার হবে না।
কী হয়েছিল তোমার? ---- What happened to you?
কী তোমাকে বিরক্ত করে? ---- What disturbs you?

Formula 157
কে, কারা, কে-কে ইত্যাদি দিয়ে গঠিত বাক্যের ইংরেজি করার জন্য Who ব্যবহার করতে হয়। Who-এর পরে Verb-এর Interrogative form ব্যবহার করা হয় না।
কে তোমাকে পড়ায়? ---- Who teaches you?
কারা আসছে? ---- Who are come?

Formula 158
ইংরেজিতে Which দ্বারা প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় Subject থাকলে verb-এর Interrogative form বসবে। আর Subject না থাকলে Interrogative form হবে না।
কোন কলমটি ভাল লেখে? ---- Which pen writes well?
কোন বইট আজ কিনেছ? ---- Which book have you bought today?
তুমি কোন্ টুপিটা চাও? ---- Which cap do you want?

Formula 159
Why (কেন), How (কেমন, কিভাবে), When (কখন), Where (কোথায়), Whom (কাকে), Whose (কার) ইত্যাদি দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় Verb-এর Interrogative form অবশ্যই ব্যবহার করতে হবে।
তিনি কেন সেখানে গিয়েছিলেন? ---- Why did he go there?
তুমি কিভাবে তাকে চেন? ---- How do you know him?

Formula 160
ইংরেজি বাক্য গঠন করার সময় সাধারণত singular subject-এর সঙ্গে singular verb এবং plural subject-এর সঙ্গে plural verb বসে।
সে এখানে উপস্থিত ছিল। ---- He was present here.
রুমা ও সুমা বাজারে যায়। ---- Ruma and Suma go to market.
তারা এখানে উপস্থিত ছিল। ---- They were present here.